Thursday, March 28, 2024
বড় গল্প

অকুলাস রোবটিকা

5 thoughts on “অকুলাস রোবটিকা

  • দুর্দান্ত গল্প। আসিমভ আর জাফর ইকবাল – দু’জনের উদ্দেশেই পার্ফেক্ট শ্রদ্ধার্ঘ্য বলা চলে। আরও পড়ার অপেক্ষায় রইলাম।

    Reply
    • সাইফূল ইসলাম

      অনেক অনেক ধন্যবাদ প্রিয় লেখক। আপনার মতো এমন গুণী লেখকের কাছ থেকে এমন মন্তব্য আমার জন্যে অনেক অনুপ্রেরণার ব্যাপার। অনেক শুভকামনা রইল।

      Reply
      • অসাধারণ এরকম সাইফাই আমি আগে কখনো পড়িনি এবংকি ধারনার বাইরে ছিল।
        অবশ্য এটাকে শুধু সাইফাই বা শুদু ডিটেকটিভ গল্প বলা চলেনা বরং এদের দারুণ কম্বিনেশন বলা যায়।লেখকের জন্য শুভকামনা🖤

        Reply
  • prosenjit

    concept khub bhalo,tobe robot er modus operandi ta thik jomlo na,atmorokkha/identity leak erokom concept hotat kotha theke elo.jaihok besh bhalo galpo

    Reply
    • সাইফূল ইসলাম

      অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্যে।

      আসলে বুদ্ধিমত্তায় রোবটগুলোর কপোট্রন প্রায় মানুষের সমপর্যায়ের। কিন্তু আসিমভের রোবটিক্স সংক্রান্ত তিনটি মৌলিক সূত্র দিয়ে তাদেরকে মানুষের নিয়ন্ত্রণে/অধীনস্থ করে রাখা হয়েছে। তাই, যখন গোপনে সিআইএ তৃতীয় সূত্রটি প্রথমে নিয়ে আসে, তখন তার ভেতর আত্মরক্ষার প্রবৃত্তি সবচেয়ে বেশি প্রায়োরিটি হিসাবে দেখা দেয়। (যদিও আসিমভের সূত্র তিনটি নিয়ে বিস্তর সমালোচনা আছে, এই ব্যাপারটি আপাতত উপেক্ষা করি)। তবে মানুষের ক্ষেত্রে সারাজীবনে স্মৃতি, বিবেক, পরিবেশের সাতেহ এডাপটেশন, নানান টানাপোড়ন, নির্ভরশীলতা, পরিবারের প্রতি দায়িত্ব ইত্যাদির কারণে হঠাৎ করেই তার খুনি হওয়া হয়ে উঠে না। কিন্তু কৃত্তিমবুদ্ধিমত্তা বিশিষ্ট একটি রোবটের এই বিষয়গুলো নেই। তাই অন্যকিছু ভেবে; বিকল্প পথে না গিয়ে খুন করে নিজেকে রক্ষা করার সহজ পথটিই সে বেছে নেয়।

      আমার এই গল্পটি রোবো-ডিটেকটিভ অরূপের অনেকগুলো গল্পের একটি। পরের যে গল্পটি এখন লিখছি সেটিতে MO নিয়ে আরও ব্যাখ্যা থাকবে।

      আবারও অনেক ধন্যবাদ সুন্দর করে গল্পের দুর্বলতাটুকু ধরিয়ে দেওয়ার জন্যে। শুভকামনা রইল।

      Reply

Leave a Reply

Connect with

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
Verified by MonsterInsights