Tuesday, April 16, 2024
বিশেষ আকর্ষণ

অদ্রীশ বর্ধনের সঙ্গে কথোপকথন

7 thoughts on “অদ্রীশ বর্ধনের সঙ্গে কথোপকথন

  • Shilpi Roy

    সুন্দর জিনিষ শেষ হতে সময় লাগেনা। আর আপেক্ষিক ভাবে যাকে আমরা অসুন্দর বলি তা দীর্ঘকাল স্থায়ী মনে হয়। ঠিক এইরকমই একটা অনুভূতি হল এই সাক্ষাৎকারটা শেষ হয়ে যেতেই। একটা আলপিন ফুঁটলে যেমন পা টা প্রতিবর্ত ক্রিয়ায় সরে আসে, তেমনই কি যেন একটা বলে উঠল, ইস্! এইটুকুই, আমাদের আনন্দ বঞ্চিত করে, সেটা কিছুটা হলেও কমিয়ে দেওয়া হল।
    এত কথার অবতারণা করার মূল বক্তব্য হল, এই অমূল্য শব্দের আদানপদান “অনবদ্য” বললেও খুবই কম বলা হবে, কারণ সুন্দর উত্তর পেতে গেলে সুচারুভাবে প্রশ্নমালা সাজাতে হয়, যেটা এখানে খুব সহজাত অনায়স দক্ষতায় করেছে “কল্পবিশ্ব টিম”

    Reply
  • বৈশম্পায়ন শীল

    এই মানুষটি বাংলা সাহিত্যের জন্য কী না করেছেন…আর আজ যখন তিনি সময়ের কাছে অসহায়, কেউ কি আর তাঁর দিকে ফিরে তাকায়…?

    তবে এটুকু আমার বিশ্বাস আছে–যে তাঁকে ছাড়ে ছাড়ুক, টিম কল্পবিশ্ব তাঁকে ছাড়বে না। তাঁর এই চরম অসুস্থতার দিনে একরাশ শ্রদ্ধা বুকে নিয়ে তাঁর পাশে থাকবে।… আর কল্পবিশ্ব ইতিমধ্যেই সেই আশা পুরণ করতে শুরু করেছে। K.B. তোমার প্রতি আমার কৃতজ্ঞতাবোধকে কোনো ভাষা ফুটিয়ে তুলতে পারবে না…

    এবং অদ্রীশ মহারাজা–তোমারে সেলাম !

    Reply
  • Sudip Deb

    বিজ্ঞানের কল্পনা আর কল্পনার বিজ্ঞানকে যিনি বাংলাসাহিত্যে নির্দিষ্ট আসন পেতে বসিয়েছিলেন, সেই মানুষটিকে তাঁর জীবনসায়াহ্নে টিম কল্পবিশ্ব যথাযোগ্য মর্যাদা দিল। কুর্ণিশ জানাই সংশ্লিষ্ট সবাইকে।

    Reply
  • Niloy Sarkar

    আবার কোন একসময় কিংবদন্তীর বাড়ি গেলে বলবেন সুদুর ত্রিপুরায়ও তার অসংখ্যা গুণমুগ্ধ আছে।

    Reply
  • Niloy Sarkar

    Sorry ’অসংখ্য’

    Reply
  • Arnab Das

    দারুণ সাজিয়েছ, কত কি জানলাম। আমি ওনার একটা সাক্ষাতকার পড়েছিলাম 2012 তে,পরে বই হয় দীপ প্রকাশনী থেকে! পুরনো স্মৃতি মনে পড়ে গেল।

    Reply
    • বইটির নাম বলতে পারবেন?

      Reply

Leave a Reply

Connect with

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
Verified by MonsterInsights